মো. আ. জব্বার ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর নেতৃত্বে সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকালীন সময় ইউএনও আরিফুল ইসলাম বলেন, আজকে আপনাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। ইতিপূর্বে গত ঈদের আগেও সতর্ক করা হয়েছিল। আজকেও সতর্ক করে গেলাম। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে সর্বোচ্চ জেল-জরিমানা করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধারা অব্যাহত রাখবে।
ফুলবাড়িয়ায় যানযট নিরসনে ফুটপাতে অভিযান
প্রকাশিতঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫৯
