মদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ফুলবাড়িয়া থানা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:১৮

মো. আ. জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ, আত্মহত্যা এবং বাল্যবিবাহ প্রতিরোধেমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রঘুনাথপুর বাজার ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় সুশীল সমাজের সাথে ফুলবাড়িয়া থানা পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় থানা অফিসার ইনচার্জ মো. রুকনুজ্জামান বলেন এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়াসহ সামাজিক অপরাধের বিষয়ে কোন আপোষ নয়। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
চকৌস এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়, তাই আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে পুলিশিং সেবা নিশ্চিত করা হবে।
থানা পুলিশের আয়োজনে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকসহ সামাজিক বিশৃঙ্খলারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা এলাকায় নিয়মিতভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, সনাতন ধর্মের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।