ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলবাড়িয়া উপজেলা সদর বাজারের ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।রবিবার (৩১ আগস্ট) বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। নাহার ফার্মেসি, উজ্জল মেডিকেল হল, ইভা মেডিকেল হল সহ ৪ টি ফার্মেসিকে মোট ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
ফুলবাড়িয়ায় ৪ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ আগস্ট ৩১, ২০২৫, ১৫:৩১
